নিজস্ব প্রতিবেদক :নরসিংদীর মনোহরদীতে প্রাণি পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পে খামারিদের মাঝে প্রদর্শনী প্লট ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী (কর্মকর্তা) মো.রেজাউল করিম খামারীদের উদ্দেশ্যে বলেন, সরকারের পক্ষ থেকে যে অনুদান আপনাদের দেওয়া হয়েছে তা ঘাস চাষে ব্যবহার করতে হবে। উন্নত জাতের মধ্যে নেপিয়ার পাকচং১ ঘাস খুবই ভালো। এ জাতের ঘাস চাষ করলে খামারীরা অনেক লাভবান হবে। গরুকে স্বাস্থ্য সম্মত খাবার দিতে হবে যাতে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও খামারিদের নিয়মিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন তিনি।
পরে তিনি উপজেলার ১০জন খামারীদের মাঝে প্রদর্শনী প্লট ও ঘাস চাষে স্বাবলম্বী হওয়ার জন্য প্রত্যেককে নগদ ৫হাজার করে মোট ৫০হাজার টাকা বিতরণ করেন।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জিয়া উদ্দিন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জাহিন সাকিল ভূইয়া,এল এফ এ আ. রউফ, সভাপতি উপজেলা লাইফষ্টক সার্ভিস কল্যাণ পরিষদ (এলএসপি)মো.খাদেমুল ইসলাম প্রমুখ।