নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ রবিবার বিকেল ৫ টায় মনোহরদী উপজেলা সদরে গণমিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
মিছিল পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন ঘোড়া প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মু. ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, জেলা পরিষদ সদস্য এ কে এম জহিরুল হক, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মাসুদ রানা, উপজেলা কৃষকলীগের সভাপতি সভাপতি রমজান আলী প্রমুখ।
সমাবেশে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী বলেন, মনোহরদী উপজেলার মানুষের ভাগ্য বদল করার জন্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হককে সমর্থন দিয়ে মাঠে নেমেছি। তাঁর বিজয় সুনিশ্চিত না করে ঘরে ফিরব না। ফজলুল হক একজন ভালো মানুষ। তিনি কখনো জনগণের হক নষ্ট করবেন না। আমি জেনে-বুঝে তাঁকে সমর্থন দিয়েছি। তিনি মনোহরদীর উন্নয়নে যে ভূমিকা রাখতে পারবেন, তা অন্য কেউ পারবেন না।
সমাবেশ অ্যাডভোকেট মু. ফজলুল হক আগামী ২১ মে উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থীকে জয়ী করতে সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আজ মনোহরদীর সর্বস্তরের মানুষ ঘোড়া প্রতিকে ঐক্যবদ্ধ হয়েছি। এই শেষ বয়সে আমার নির্বাচন করার কথা ছিল না।
মাননীয় শিল্পমন্ত্রীর নির্দেশে আমি নির্বাচনে এসেছি। আপনারা ঐক্যবদ্ধভাবে আমার নির্বাচনে অংশ নিয়েছেন। জীবনের এই শেষ সময়ে আমি আপনাদের সকলের কাছে একটা ভোট চাই। আমি আপনাদের ভালবাসা চাই।