নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে মানষিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে লাল মিয়া মোড়ল (৭০) নামের এক বাবা নিহত হয়েছেন।
আজ রবিবার সন্ধা ৬ টার দিকে উপজেলার বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাল মিয়া ওই গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে।
নিহতের স্বজনরা জানান, ছেলে তৌহিদ মোড়ল (৩৫) দীর্ঘ ১৫ বছর ধরে মানষিক সমস্যায় ভুগছেন। রবিবার সন্ধায় বাড়ির ভিতরে হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে বাবা লাল মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান তালুকদার লাল মিয়াকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ছেলের দায়ের কোপে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। ঘটনার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনার পর ঘাতক ছেলে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে।