নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে শুরু হয়েছে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের টিকাদান কার্যক্রম। আজ রবিবার সকালে পাঁচকান্দী উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
পঞ্চম থেকে নবম শ্রেনীর সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এই টিকা দেয়া হচ্ছে। আজ থেকে ১৮ কর্মদিবসের মধ্যে পুরো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচপিডি টিকা দেওয়া হবে।
উদ্বোধনের আগে জরায়ুমুখের ক্যান্সার নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আজিজুর রহমান, পাঁচকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হজরত আলী, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. সাইফুল ইসলাম প্রমুখ।