নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মনোহরদীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি পালিত হয়।এ সময় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়।
পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.ফরিদ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাহফুজ উদ্দিন ভূইয়া,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জিয়া,কৃষি কর্মকর্তা রুনা বেগম প্রমুখ।