নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোবিন্দ সরকার, যুগান্তরের মনোহরদী প্রতিনিধি হারুন-অর রশিদ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আজিজুর রহমান, পরিসংখ্যানবিদ (ভারপ্রাপ্ত)মো. সাইফুল ইসলাম প্রমুখ।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে উপজেলার চালাকচর ইউনিয়নের হাবিজপুর গ্রামের সাংবাদিক হারুন-অর- রশিদের মেয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সিমরান জান্নাত, ২য় স্থান অধিকার করেছে ৫ম শ্রেণীর শিক্ষার্থী নুসৃণ আক্তার।
উভয়ই উপজেলার চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালযের তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ১২ জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার দেওয়া হয়।