নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৮ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলনকক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম.এস ইকবাল আহমেদ, আফরোজা সুলতানা রুবি, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়াউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল হোসেন মিলন প্রমুখ।