নিজস্ব প্রতিবেদক:নরসিংদীর মনোহরদীতে প্রেমিকার টিকটক আইডি উদ্ধারকে কেন্দ্র করে প্রেমিক শরিফ(২১)নামে একজন ছুরিআঘাতে গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত শরিফ চালাকচর ইউনিয়নের বাঘবের গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। গত সোমবার বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, মাধুপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী পড়ুয়া এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল শরিফের।শরিফ প্রবাসে চলে যাওয়ার পর চন্দন বাড়ি ইউনিয়নের চন্দনপুর গ্রামের আতিকুল ইসলামের ছেলে শাকিলের (১৮) সাথে প্রেমের সম্পর্কে জড়ান মেয়ে।সাকিল তার প্রেমিকার টিকটিক আইডির পাসওয়ার্ড জানতো ।শাকিল প্রেমিকার টিকটিক আইডিতে বিভিন্ন ধরনের আপত্তির ভিডিও আপলোড দিত।এই নিয়ে প্রেমিক শাকিল ও প্রবাশ ফেরত সাবেক প্রেমিক শরিফের মাঝে দন্ধ বাধে।শরিফ শাকিলকে টিকটিক আইডিতে আপত্তিকর ভিডিও না ছাড়তে নিষেধ করে ও আইডির পাসওয়ার্ড চায়।এক পর্যায়ে সাকিল তা দিতে অস্বীকার করে,এবং ছুরি দিয়ে শরিফকে এলোপাতাড়ি কুপাতে থাকে।ঘটনাস্হলেই শরিফ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।পরে স্হানীয় লোকজন শরীফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।তার অবস্থায় অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে আহত শরিফের পিতা বলেন,আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে শাকিল।আমি ছেলেকে নিয়ে হাসপাতালে আছি।সে এখন লাইফ সার্পোটে রয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান আমি ছেলের চিকিৎসা নিয়ে ব্যস্ত।বাড়িতে এসে আইনের আশ্রয় নিবেন বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.ফরিদ উদ্দিন বলেন,থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।