নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে বালু বোঝাই ট্রলির ধাক্কায় সানাউল্লাহ (৫০) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া মিয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানাউল্লাহ একই ইউনিয়নের কামারআলগী গ্রামের মোহর আলীর ছেলে। তিনি বিভিন্ন বাজারে মোরগের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে চালাকচর বাজার থেকে মোরগ বেচাকেনা করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। হাতিরদিয়া বাজারের দক্ষিণ পার্শ্বে বিলাগী মিয়া বাড়ির সামনে পৌঁছলে পিছন দিক থেকে আসা বালু ভর্তি বেপরোয়া একটি ট্রলি তাকে ধাক্কা।
এতে ঘটনাস্থলেই সানাউল্লাহর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ঘাতক ট্রলি ও চালককে আটক করতে পেছনে ধাওয়া করে। পরে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি বাগানে ট্রলি রেখে চালক পালিয়ে যায়। ট্রলির মালিক কোচেরচর মমতাজ ব্রিক ফিল্ডের (এমবিএফ) ব্যবস্থাপক কামাল হোসেন বলে জানা যায়।
মনোহরদী থানার উপ পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ট্রলি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।