২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৭:৪৮| হেমন্তকাল|

মনোহরদীতে ডাকাত সন্দেহে ৩ জনকে আটক করেছে আনসার-ভিডিপির সদস্যরা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, আগস্ট ১০, ২০২৪,
  • 72 Time View

নরসিংদীর মনোহরদীতে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছে আনসার ভিডিপির সদস্যরা। শনিবার ভোরে উপজেলার হেতেমদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার।

আটককৃতরা হলেন, মনোহরদী উপজেলার কেরানীনগর গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে মোঃ সুজন মিয়া, দৌলতপুর গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন এবং কির্ত্তীবাসদী গ্রামের মো. আল-আমিন হোসেন।

স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে উপজেলা জুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হয়। ভোর ৫ টার দিকে হেতেমদী পেট্রোল পাম্পের কর্মচারীরা তিনজনকে সন্দেহভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করে। 

পরে টহলরত শুকুন্দী ইউনিয়ন ভিডিপি দলনেতা মো. বুরুজ মিয়া, পৌরসভা ওয়ার্ড দলনেতা মো. মামুন মিয়া, সহকারী আনসার কোম্পানি কমান্ডার মোঃ দুলাল মিয়া, চন্দনবাড়ী ইউনিয়ন আনসার কমান্ডার মো. শহিদুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে তাদেরকে থানা হাজতে আটক রাখা হয়।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, আনসার ভিডিপি সদস্যরা সড়কে ট্রাফিকের দায়িত্বের পাশাপাশি রাতে দূরপাল্লার গাড়ির নিরাপত্তা নিশ্চিতে টহল দিয়ে যাচ্ছে। শনিবার ভোরে স্থানীয়দের সহযোগিতায় ডাকাত সন্দেহে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ