নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে দুই দিনে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে আজ শনিবার লিয়াকত আলী (৬৪) ও ফেরদাউস (২২) নামের দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লিয়াকত আলী
চরমান্দালিয়া ইউনিয়নের নালীবিল এলাকার বাসিন্দা। ফেরদাউস লেবুতলা ইউনিয়নের
গাংকুলকান্দী গ্রামের এমদাদুলের মেয়ে। উভয়ই নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এ ছাড়া গতকাল শুক্রবার কাঁচিকাটা ইউনিয়নের উত্তর বারুদিয়া গ্রামের মজনু মিয়ার স্ত্রী সরুফা বেগমের (৫০) লাশ উদ্ধার করা হয়। তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, পৃথক তিনটি আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।