মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে শত্রুতার জের ধরে এক ইউপি চেয়ারম্যানের দুই শতাধিক কলা ও পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। গত রবিবার রাতের আঁধারে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মাহমুদ খান বাহালুলের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে ১২ বিঘা জমির পুকুর পাড়ে পেঁপে ও কলা চাষ করেন। গাছ বড় হতে থাকলে ওই পাড়ের দুই শতাধিক গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শত্রুতার জেরে প্রতিহিংসায় ওই গাছগুলো কেটে ফেলেছে।
ক্ষতিগ্রস্ত ইউপি চেয়ারম্যানের ছেলে নাদিম বলেন, রবিবার রাত ১২ টায় পুকুরে মাছের খাবার দিয়ে বাড়িতে যান সেখানে দায়িত্বরত রুবেল। সোমবার সকালে পুকুর পাড়ে এসে দেখতে পান সবগুলো গাছ কারা ষড়যন্ত্রমূলক কেটে ফেলেছে। আমরা প্রশাসনের কাছে গাছ নিধনকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করি।