নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী মনোহরদীতে এবার ৫৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলার ৫৪টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেন শিল্পমন্ত্রী এ্যাড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মু.ফজলুল হক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, পৌর মেয়র মো.আমিনুর রশিদ সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মারুফ দস্তেগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখর উদ্দিন রাজি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সনজন রায়, সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সাহা প্রমূখ।