
নরসিংদীর মনোহরদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বড়চাপা ইউনিয়নের জান্নাতুন নাঈম কবরস্থান পরিচালনা কমিটির আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারে স্থানীয় কয়েক হাজার লোকজন অংশগ্রহণ করেন। জান্নাতুন নাঈম কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি ও জননী রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ ক্বারী আলহাজ্ব আব্দুল কাদিরের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন, সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন গুলশান, বড়চাপা বাজার জামে মসজিদের ইমাম মুফতি মো. ইবরাহিম, বিশিষ্ট ব্যবসায়ী বজলুর রশিদ, ইউপি সদস্য মামুন মিয়া, কবরস্থানের জমিদাতা সামসুল আলম প্রমুখ।
ইফতারের পূর্বে কবরস্থানের জমিদাতাদের পরিবার, সহযোগীতাকারী এবং দেশ বাসীর জন্য দোয়া পরিচালনা করেন মাইজদিয়া মাদরাসার মোহতামীম মাওলানা মো. শাহিন মিয়া।