নরসিংদীর মনোহরদীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ নভেম্বর) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়ক মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা শামীম আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, শিক্ষা কর্মকর্তা হাসান মো. জুনায়েদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান, ব্র্যাক মাইগ্রেশান প্রত্যাশা ফোরামের সভাপতি মো. সানাউল্লাহ, প্রোগ্রাম অর্গানাইজার মো. মাজহারুল হক মোল্লা প্রমুখ।
এসময় অতিথিরা বিদেশ ফেরতদের উদ্দেশ্যে বলেন, বিদেশে তাদের কঠোর পরিশ্রম দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে বিশাল অবদান রেখে চলছে। দেশে ফিরে তারা নানা চ্যালেঞ্জের সম্মুখীন হন। আমাদের দায়িত্ব হলো তাদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান নিশ্চিত করা।
যাতে তারা সম্মানের সঙ্গে সমাজে নিজেদের অবস্থান স্থাপন করতে পারেন এবং জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।