নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মনোহরদীতে নদীর মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।মৎস্য অধিদপ্তর-এর রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ১২০কেজি, রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।
আজ বুধবার সকালে উপজেলার চর মনোহরদী সিমের গোপাট এলাকায় ব্রম্মপুত্র নদীতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী (কর্মকর্তা) মো.রেজাউল করিম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিন,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম প্রমুখ।
পরে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী (কর্মকর্তা)মো.রেজাউল করিমের সভাপতিত্বে মৎস্য সম্পদের টেকসই ব্যবহার ও সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।