নরসিংদীর মনোহরদীতে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করায় বোরহান মিয়া নামে এক ভেকুর মালিককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। বোরহান মিয়া ওই গ্রামের দানিস মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক মো. সজিব মিয়া বলেন, কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকুর মাধ্যমে মাটি কাটা চলছিল। এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। সেখানে ভেকুর মাধ্যমে মাটি কেটে ইট ভাটাতে সরবরাহ করা হচ্ছিল।
এসময় ঘটনাস্থলে থাকা ভেকুর মালিক বোরহান মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ পরিশোধ না করায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। কৃষিজমির মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।