নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার বিকেলে এলাকাবাসীর আয়োজনে বড়চাপা ইউনিয়নের উরুলিয়া বাজারে এ মানববন্ধন করা হয়। এতে শতশত নারী-পুরুষ অংশ নেন।
জানা যায়, গত ২৮ মে চালাকচর-চন্ডিতলা সড়কের পাশে বড় মির্জাপুর এবং উরুলিয়া গ্রামের আয়োজনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন দুই পক্ষের লোকজনদের মাঝে ঝগড়া হয়।
গত রবিবার সন্ধায় উরুলিয়া গ্রামের জাহাঙ্গীর, শাহিন এবং তানজিল মোটরসাইকেল নিয়ে চালাকচর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গার্লস স্কুল মোড়ে পৌঁছলে বড় মির্জাপুর গ্রামের মোজাম্মেল, ইবরাহিম, মোশাররফ হোসেন, জামাল উদ্দিন এবং আবু বকরসহ ৮-১০ জন মিলে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
এসময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র, লাঠি এবং হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত তিনজনকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠিয়ে দেন।
সেখানে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় জাহাঙ্গীরকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে জাহাঙ্গীর ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত জাহাঙ্গীরের ভাই সুমন মিয়া বাদী হয়ে মনোহরদী থানা মামলা দায়ের করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যারা পরিকল্পিতভাবে এই হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কেউ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায়।
গুরুতর আহত জাহাঙ্গীরের ভাই সুমন মিয়া সাংবাদিকদের জানান, আহত হওয়ার তিনদিন পরও জাহাঙ্গীরের জ্ঞান ফেরেনি। চিকিৎসক জানিয়েছেন তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
এ বিষয়ে কথা বলতে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।