২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৭:০৭| হেমন্তকাল|

মনোহরদীতে বিএনপির মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, আগস্ট ১৭, ২০২৪,
  • 146 Time View

নরসিংদীর মনোহরদীতে বিএনপির মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ই আগষ্ট) বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে: কর্ণেল অব: জয়নুল আবেদীনের নেতৃত্বে এ মোটর শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার নারান্দী -চীন মৈত্রি সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়।

এতে প্রায় সহস্রাধিক মোটর সাইকেল অংশ গ্রহন করে। পরে মোটর শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লে. কর্ণেল (অব.) জয়নুল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা মো. জাকির হোসেন, শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি ফরাজী, মো. সিরাজুল হক প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে লে: কর্ণেল (অব.) জয়নুল আবেদীন বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ১৭ বছর পর আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

এদেশের মানুষ নতুন করে পেয়েছ স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। আপনারা কেউ অতি উৎসাহিত হয়ে এই স্বাধীনতার অসম্মান করবেনা।

আপনার এখন মানুষের দুয়ারে দুয়ারে যান। দেশরত্ন বেগম খালেদা জিয়ার সালাম ঘরে ঘরে পৌঁছে দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ