নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মিনি ম্যারাথন দৌড়, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
আজ বুধবার সকালে মনোহরদী পৌরসভার আয়োজনে মনোহরদী সরকারী কলেজে প্রাঙ্গণ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। এতে নেতৃত্ব দেন মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তামাক বিরোধী ক্যাম্পেইন করা হয়। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন বলেন, প্রতিবছর তামাকজাতীয় পণ্য সেবন করে মরণবব্যাধি ক্যান্সার, আলসারসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ প্রাণ হারান।
দেশের যুব সমাজকে তামাক ও নেশামুক্ত রাখতে হলে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ খুবই জরুরী। যুব ও কিশোরদের ধূমপান থেকে দূরে রাখতে খেলাধূলার প্রতি জোর দিতে হবে। এজন্য সারা বছরব্যাপী বিভিন্ন স্থানে নানান ধরনের খেলাধূলার আয়োজন করতে হবে। পাশাপাশি ১৮ বছরের নিচে তামাক বিক্রি নিষিদ্ধের বিদ্যমান আইন বাস্তবায়নের জোর দাবি জানাই।’