নরসিংদীর মনোহরদীতে চাতালকলে সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে চাতাল মালিক মোশাররফ হোসেন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) রাতে ছোট শুকুন্দী তাজুল ইসলাম রাইস মিলে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে ক্রেতাদের কাছ থেকে চাল বিক্রির টাকা উত্তোলন করে মিলে আসেন মোশাররফ। রাত ৯ টার দিকে একই উপজেলার ঝালখালী গ্রামের শাহিন, মারুফ, রসূলপুর গ্রামের মেহেদী এবং শ্রাবণসহ অজ্ঞাত আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র নিয়ে চাতাল মিলে আসে।
এসময় তারা মিলের সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে ড্রয়ারে থাকা টাকা নেওয়ার চেষ্টা করে। এতে বাঁধা দেন মোশাররফ। পরে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালে গুরুতর আহত হন মোশাররফ। এসময় ড্রয়ারে থাকা নগদ দুই লক্ষ ৩০ হাজার টাকা এবং একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায় অস্ত্রধারীরা।
পরে তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক নরসিংদী জেলা হাসপাতালে পাঠিয়ে দেন।
এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর স্ত্রী লিজা বাদী হয়ে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, চাতাল মিলের মালিককে মেরে আহত করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।