নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে মাদক ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ই মে) দুপুরে উপজেলার একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সচেতনতামূলক সভায় উপজেলা নির্বাহী (কর্মকর্তা)মো.রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম,এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.ফরিদ উদ্দিন, এস.এম সি একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি লুতফুর কবির মৃধাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।