নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে আনন্দঘন পরিবেশে দৈনিক মানব কণ্ঠ পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার ২৫ (অক্টোবর) সন্ধায় মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
উপজেলা প্রতিনিধি মো. ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন।
জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো. ইমাম হোসেন রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন, মনোহরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাকের প্রতিনিধি নাজমুল সাখাওয়াত হোসেন বাবু, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান খান, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আসাদুজ্জামান নূর, মানবজমিনের প্রতিনিধি আনোয়ার হোসেন, যুগান্তরের প্রতিনিধি হারুন অর রশিদ, কালের কণ্ঠের প্রতিনিধি মুহা. ইসমাইল হোসাইন খান, মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি জেড এম শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সাংবাদিক সমিতির সভাপতি খাদেমুল ইসলাম, দৈনিক কালবেলার প্রতিনিধি মো. কামরুল ইসলাম, বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি সুজন বর্মণ, আজকের পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম, সিএনএন টিভির প্রতিনিধি তানভীর আহমেদ, গণকন্ঠের প্রতিনিধি তাজুল ইসলাম বাদল, আল-আমিনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।