নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের দাবীকৃত বীমার চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার মনোহরদী জোন কার্যালয়ে ১৯ জন গ্রাহকের মাঝে ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পনীর এরিয়া ইনচার্জ শেখ মাসুদুল আলম টিটু। কোম্পানীর ডিজিএম মো. বুরুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর এজিএম এবং সহকারী জোন ইনচার্জ মো. আশরাফুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার তাহমিনা আক্তার, খাদিজা আক্তার, হোসনে আরা, জামাল উদ্দিন, মুকুল মিয়া, শফিকুল ইসলাম, অর্চনা রানী সূত্রধর প্রমুখ।