
‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, খিদিরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দীন, চন্দনবাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ রায়হান উদ্দিন ভূঁইয়া, মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজতবা জুয়েল প্রমুখ।
আলোচনা সভা শেষে তিনজন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক ও সনদ প্রদানপত্র করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, শিক্ষকদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে—শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিকতায় গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান।