বদরুল আলম রানা, মনোহরদী:
নরসিংদীর মনোহরদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার কোচেরচর নবজাগরণ সংঘের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে দরিদ্র পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, পিয়াজ, রসুন, সাবান, দুধ, সেমাই।
সংশ্লিষ্টরা জানান, সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রেখে প্রশংসা কুড়িয়েছেন। দরিদ্রদের জন্য ঈদ সামগ্রী বিতরণ ছাড়াও অসুস্থ অসহায় রুগীর চিকিৎসাসহ ধর্মীয় ও সামাজিকতায় বিশেষ অবদান রেখে এলাকায় সুনাম অর্জন করেছেন এই সংগঠন।
মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষায় উৎসাহীত করতে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা পুরষ্কার প্রদান করে থাকেন। মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রতিবছর বাৎসরিক খেলাধূলার আয়োজন ও করে থাকেন সংগঠনটি।
তাদের চলমান কর্মসূচী তরান্বিত করতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন সংগঠনের সদস্যবৃন্দ।