২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৭:৫৪| হেমন্তকাল|

মনোহরদীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজনের মৃত্যু, একজন আহত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪,
  • 29 Time View

নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধার দিকে উপজেলার হেতেমদী-সাগরদী বাইপাস সড়কের মইশাকান্দী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, মোটরসাইকেল চালক মো. ইমরান হোসেন (২৫)। তিনি চালাকচর গ্রামের আবুল খায়েরের ছেলে এবং  মোটরসাইকেল আরোহী আসিফ মাহমুদ (২৬)। তিনি মনোহরদী উপজেলার হাফিজপুর মৌলভীপাড়া গ্রামের রাজিউদ্দিনের ছেলে।

এসময় গুরুতর আহত হয়েছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে রিফাত (২৭)।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধা ৬ টার দিকে সাগরদীর উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেয় তিন বন্ধু। পথে মইশাকান্দী এলাকায় পৌঁছালে  মোটরসাইকেলের সাথে বিপরীত দিকে আসা একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে।

এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনই পাকা সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক দুজনকে নরসিংদী জেলা হাসপাতালে হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর ইমরানের মৃত্যু হয়। আহত রিফাতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ