নরসিংদীর মনোহরদীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে মনোহরদী বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্ণেল প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। পরে পুরাতন কোর্ট ভবন সংলগ্ন ব্লু-বার্ড স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত জেষ্ঠ্য ওয়ারেন্ট অফিসার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ল্যান্স কর্পোরাল রফিকুল ইসলাম শামীমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার একে মাহমুদ, সাবেক প্রধান শিক্ষক নূরুল ইসলাম, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, শামসুজ্জামান জামান প্রমুখ।