নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীকের সাইফুল ইসলাম খান বীরুর পক্ষে মিছিল জনস্রোতে পরিণত হয়েছে। হাজার-হাজার কর্মী সমর্থক নির্বাচনী মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়।
আজ মঙ্গলবার (২ জানুয়ারী) বিকেলে মনোহরদী সদরে এই মিছিল বের করা হয়। মিছিলটি পুরনো কোর্ট ভবন থেকে বের হয়ে মনোহরদী বাসস্ট্যান্ডে এসে মিলিত হয়। এসময় সদর এলাকা জনস্রোতে পরিণত হয়। পরে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু।
এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলারী সমিতির সাবেক সভাপতি এনামুল হক খান দোলন, মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি আহমেদ, খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব, কাচিকাটা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন খান কনক, চন্দনবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ হিরন প্রমুখ।
সভা পরিচালনা করেন মনোহরদী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শফিকুল ইসলাম বাদল।
সাইফুল ইসলাম খান বীরু বলেন, যারা বলছে আমাদের সমর্থক নাই আজ তারা কোথায়? দেখুন আজ আমাদের মিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে। এখন আর এ জনস্রোত দমিয়ে রাখা সুযোগ নেই। হাজার-হাজার সাধারণ ভোটার আমাদের সমর্থক। মানুষ ভোটকেন্দ্র গিয়ে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। ৭ তারিখ নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, এ নির্বাচনে মাধ্যমে একটি পরিবর্তন করবো। সেই পরিবর্তন হচ্ছে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন। একজন মানুষ তার সুখি-সমৃদ্ধি সুন্দর পরিবার নিয়ে বসবাসের পরিবর্তন। আমি চাই একজন নাগরিক তার সকল সুযোগ-সুবিধা নিয়ে বসবাস করুক।