নরসিংদীর মনোহরদীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা জাসিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া।
নির্বাচন কর্মকর্তা জানান, ২০০৮ সাল থেকে ২০১৮ পর্যন্ত যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন শুধুমাত্র তারাই স্মার্টকার্ড পাবেন। ১৮ সেপ্টেম্বর থেকে ১৮ নবেম্বর পর্যন্ত তিনমাসব্যাপী ১২ টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় কার্ড বিতরণ করা হবে।
উপজেলার দুই লাখ ৪১ হাজার ৪০ জন ভোটারের মধ্যে এক লাখ ৮২ হাজার ৯৯৪ জন স্মার্টকার্ড পাবেন। এর আগে ২০১৯ সালে ১১ হাজার ৩৮৭ জন এই কার্ড পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান বলেন, স্মার্টকার্ডের মাধ্যমে প্রতিটি নাগরিক উন্নতমানের সেবা পাবে। উপজেলার জনসাধারণ শান্তি ও সুশৃঙ্খলভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে নিজ দায়িত্বে বাড়িতে যত্ন রাখবেন। ইউনিয়নের কার্ড বিতরণ কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা না করে স্মার্টকার্ড গ্রহণ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।