নিজস্ব প্রতিবেদক :নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে ২ দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার এইসব জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান।
উল্লেখ্য,দোকানের দৃশ্যমান স্থানে পূর্ণ মূল্য তালিকা না টানিয়ে ও মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখাতে মনোহরদী বাজারের মো. শফিকুল ইসলামকে ৫হাজার টাকা ও চালাকচর বাজারের বিমল স্টোরকে ৬হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সহযোগিতায় ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর মো.শাহ নেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো.মোবারক হোসেন ও জেলা পুলিশ ফোর্স।