নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদী বাজারে অভিযান চালিয়ে ৫ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার রাতে এইসব জরিমানা করেন উপজেলা নির্বাহী (কর্মকর্তা)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেজাউল করিম।
উল্লেখ্য, দোকানের দৃশ্যমান স্থানে এল পি জি গ্যাসের মূল্য তালিকা না টানিয়ে গ্যাসের বোতল বিক্রির জন্য উপস্থাপন করাতে ৫ জন গ্যাস বিক্রেতাকে ২হাজার করে মোট ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো.শাহ নেওয়াজ,সার্টিফিকেট সহকারী মো.সজিব ফকির ও মনোহরদী থানার পুলিশ ফোর্স।