নিজস্ব প্রতিবেদক:নরসিংদীর মনোহরদীতে দোকানে নিষিদ্ধ পলিথিন রাখা ও জাটকা মাছ বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে ৭হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার রাতে উপজেলার মনোহরদী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী (কর্মকর্তা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, জব্দকৃত পলিথিন ও পলিথিন জাতীয় ব্যাগ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ উপস্থিত স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করেন তিনি।
এছাড়াও তিনি কাঁচা সবজি বিক্রেতাসহ মুদি ব্যবসায়ীদেরকে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি বা অসহনীয় চড়া মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ করেন।
এ সময় সহযোগিতায় ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ ও মনোহরদী থানার পুলিশ ফোর্স।