৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ| ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| বিকাল ৪:০৫| শরৎকাল|

মনোহরদীর জাহাঙ্গীর হত্যা মামলার আসামী জামাল গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১২, ২০২৩,
  • 152 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মনোহরদীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহাঙ্গীর হত্যা মামলার চার নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ২৬ বছর বয়সী জামাল হোসেন মনোহরদী থানার বড় মির্জাপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার খলিলুর রহমান শুক্রবার রাত ১২টার দিকে এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চাঁদনী হাউজ পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি জামালকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের ১১ জুন জাহাঙ্গীর তার বন্ধু শাহিন মিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। চালাকচর বাজার এলাকায় পৌঁছালে মির্জাপুর গ্রামের কিছু লোক তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।

পরে গুরুতর আহত দুইজনকে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিউতে থাকা জাহাঙ্গীরকে পাঁচ দিন পর মৃত বলে জানান চিকিৎসক।

এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন জাহাঙ্গীরের বড় ভাই সুমন মিয়া।

সুমন মিয়া বলেন, ‘২৮ মে বিকেলে মনোহরদী উপজেলার উরুলিয়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে উরুলিয়া ও মির্জাপুর গ্রামবাসীর বাগবিতণ্ডা হয়। এরই জেরে হত্যা করা হয় জাহাঙ্গীরকে।’

নিহত জাহাঙ্গীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের উরুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার খলিলুর রহমান বলেন, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে মনোহরদী থানায় পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ