মনোহরদী সংবাদদাতাঃ বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে মনোহরদী থানা পরিদর্শন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান । গত বৃহস্পতিবার দুপুরে মনোহরদী থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারগুলো পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন কাজে সহযোগিতা করেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন। এসময়ে তিনি থানার সেবামূলক বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন। সেবার গুণগত মান অধিকতর উন্নীতকরণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। থানার প্রশাসনিক সুযোগ-সুবিধা অধিকতর বৃদ্ধি করার বিষয়েও জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
থানা পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ইসরাত জাহান,উপজেলা ভাইস চেয়ারম্যান এম. এস ইকবাল আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।