নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী প্রেসক্লাবের ২০২৪-২০২৬ সনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নাজমুল সাখাওয়াত হোসেন বাবু (ইত্তেফাক/এশিয়ান এইজ) এবং সাধারণ সম্পাদক পদে মো. হারুন-অর-রশিদ (যুগান্তর/ডেইলি অবজারভার) নির্বাচিত হন।
শনিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটির সহ-সভাপতি হলেন মো. খাদেমুল ইসলাম (আমার সংবাদ), মো. মোবারক হোসেন (বাংলাদেশ সমাচার), যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মণ দীপ (বাংলানিউজ২৪ডটকম), কোষাধ্যক্ষ মো. ফারুক আহমেদ (মানব কন্ঠ), দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান সোহেল (সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদুল ইসলাম (আজকের পত্রিকা), তথ্য ও প্রযু্িক্ত সম্পাদক তারেক হোসেন তালাশ (আমাদেরসময়ডটকম)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন, আতাউর রহমান ফারুক (বাংলাদেশ জার্নাল), শ্যামল চন্দ্র মিত্র (জিটিভি/ভোরের কাগজ), মুহা. ইসমাইল হোসাইন খান (কালের কন্ঠ), আনোয়ার হোসেন (মানব জমিন), মো. আসাদুজ্জামান নূর (আলোকিত বাংলাদেশ), আবু সায়েম (বাংলাদেশ নিউজ)।