২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ৭ই শাবান, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৬:৪০| শীতকাল|
শিরোনাম:
পাটগ্রামে তিন সন্তানের জননীকে ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  পাটগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু  নান্দাইল আওয়ামী লীগের লিফলেট বিতরণ আ’লীগ, ছাত্রলীগ সহ গ্রেফতার -৩  আন্ধারীর ঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের নেতা গ্রেপ্তার নান্দাইলে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের ৯৭ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ২ কাপাসিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় মাকসুদা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ময়মনসিংহে আন্ত:জেলা চোর চক্রের সাত সদস্য গ্রেফতার, সাত অটোরিক্সা উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ২৭, ২০২৪,
  • 149 Time View

মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

যাত্রী ভেসে অভিনব কৌশলে চুরি করতো অটোবিক্সা। সেগুলো বিক্রি করে ভাগ বাটোয়ারা করে নিত চক্রটি। অবশেষে সেই আ:ন্ত জেলা চোর চক্রের ৭ সদস্যকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

গ্রেফতারের পর তাদের কাছ থেকে ৭ অটোরিক্সা জব্দ করা হয়। প্রাথমিকভাবে তারা চোর চক্রের সাথে জড়িত বলে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা।

আজ বুধবার (২৭ মার্চ) দুপুরে নান্দাইল মডেল থানায় প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) মো. সুমন মিয়া।

গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলেন, মূল হোতা পঞ্চগড় জেলার পঞ্চগড়ের সর্দারপড়া গ্রামের আ: খালেক মিয়ার পুত্র মো. জাহাঙ্গীর হোসেন (২৮), ময়মনসিংহের গৌরিপুরের সাতোদি গ্রামের মো. শামছুল হকের পুত্র মো. মন্জু মিয়া (৩৮), ঈশ্বরগঞ্জের বিজয়পুর গ্রামের শামছুল হকের পুত্র মো. হৃদয় (২৫), ধৌবাউড়ার কলসিন্ধু গ্রামের মাসুদ রানার স্ত্রী মোছা. রেখা (২২), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বীর কঠিহাড়ী গ্রামের মো. সাহেদ আলীর পুত্র আব্দুস সালাম (৩৮), শরীয়তপুর জেলার ঈশ্বরকাঠি গ্রামের মৃত আলী হোসেন সিকদারের পুত্র মো. অনিক মিয়া (২৪) ও ভেদরগঞ্জের মহিষার গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মো. শামীম হোসেন (৪০)।

সম্প্রতি উপজেলার আচারগাঁও গ্রামের অটোচালক হৃদয় মিয়ার অটো রিক্সায় যাত্রী ভেসে এক অজ্ঞাত ব্যক্তি নান্দাইল মধ্যবাজার থেকে ২০ টাকায় উপজেলা চত্বরে যান। সেখানে কালো রঙের একটি মাইক্রোবাস দেখে ব্যক্তিটি অটোরিক্সা থামিয়ে ৫ জনের সাথে কথাবার্তা বলে।

পরে অটোচালক হৃদয় মিয়া কৌশলে সামনে উপজেলা পরিষদের পিছনে আল-আজহার সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের কোনায় বোরখা পরিহিত এক মহিলা দাড়ানো আছে বলে তার বাবার মৃত্যুর সংবাদ পাঠায়। সেখানে কাউকে না পেয়ে হৃদয় উপজেলা চত্বরে এসে দেখে তার অটোরিক্সার, যাত্রী ও মাইক্রোবাস নেই।

এঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ সিসি টিভির ফুটেজ ও গাড়ীর নম্বর পর্যালোচনা করেন। সেখানে দেখেন গাড়ীর ১৩ জন মালিক পরিবর্তন হয়। সর্বশেষ মালিক বরিশালের রুবেল মিয়ার গাড়ী এক বছর ধরে ভাড়ায় আলমগীর হোসেন চালায়।

পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরা থেকে গাড়ীর ড্রাইভারকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে শ্রীপুরে নয়নপুর থেকে হৃদয় মিয়া ও মূল হোতা মন্জু মিয়াকে গ্রেফতার করে। তাদের তথ্য মতে অন্য আসামীদের গ্রেফতার করে হোসেনপুর এলাকা থেকে সালামের ভাড়া করা গ্যারেজ থেকে মামলার চোরাই অটোরিক্সআরও চোরাই ০৬টি অটোগাড়ীসহ মোট ০৭টি অটোগাড়ী ও যন্ত্রাংশসহ উদ্ধার করে। এসময় চোরাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

প্রেসকনফান্সে এসময় উপস্থিত ছিলেন, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ, উপ-পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম, উপ-পরিদর্শক এসআই সুজন মিয়াসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ