২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই রজব, ১৪৪৬ হিজরি| দুপুর ২:৫৮| শীতকাল|

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটি’র মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৮, ২০২৪,
  • 34 Time View

                                                                                   ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার উন্নয়ন সমন্বয় কমিটি’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) মাহফুজুল আলম মাসুম ।

এ সময় সভাপতি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চান। সভায় উপস্থিত বিভিন্ন দপ্তর প্রধানগণ তাদের নিজ নিজ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সাথে গতসভার সিদ্ধান্ত এবং বর্তমান কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি ব্যাপারেও পর্যালোচনা করা হয়।

সভাপতি সকল দপ্তর প্রধানদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রে সংস্কার কাজ চলছে। আমাদের প্রত্যেককেই দেশের এবং জেলার উন্নয়নের স্বার্থে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। একই সাথে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের প্রতিনিধি মোঃ শাহীনুল ইসলাম ফকির এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ