নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইলের স্বেচ্ছাসেবী সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত। ২০২৫-২০২৬ সালের ১৩ সদস্য বিশিষ্ট্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল জামান রিপন,সাধারণ সম্পাদক হিসেবে মো. স্বপন মিয়া নির্বাচিত হন।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আল- আমিন, আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন পরান, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহরিয়া হৃদয়, প্রচার সম্পাদক মো. শফিকুল আলম সায়েম, সহ প্রচার সম্পাদক মো. ইজাজুল হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক মোছা. ইয়াছমিন সুলতানা স্বপ্না, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. এবাদুল হোসেন, মো. রনি মিয়া, ও মো. সাজ্জাদুল ইসলাম বাপ্পী।
স্বেচ্ছাসেবী সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন নান্দাইলে ২০১৯ সাল থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রেখেছে।