নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে সুমনা আক্তার (১৬) নামে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) সকালে মাধবদীর আলগি এলাকার দারোগা বাড়িতে ওই ছাত্রীদের বসত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমনা মাধবদী আলগি এলাকার দারোগা বাড়ির জাকির হোসেনের মেয়ে। সে আলগী এলাকার প্রতিভা আদর্শ বিদ্যানিকেতন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, সকালে সুমনার রুমের দরজা খুলে সিলিং ফ্যানের সাথে দড়ি প্যাঁচানো অবস্থায় সুমনা ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে তারা ডাকচিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠায় হয়। নিহত সুমনার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন পাওয়া গেছে বলে জানায় পুলিশ ।
মাধবদী থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাই। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। তবে শরীরের আঘাতে চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তে রিপোর্ট আসলে বিষয়টা পরিস্কার হওয়া যাবে।