রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ঐক্যজোট। আশা করছি নির্বাচন কমিশন (ইসি) একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রায়পুরা উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসেন ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতি আব্দুল কাদের মোল্লা।
তিনি আরো বলেন, নির্বাচনে পেশি শক্তির প্রভার যেন না থাকে। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ভোটকে ঈদ ও উৎসবের আনন্দ হিসাবে গ্রহণ করবে মানুষ। এই উৎসবকে যেন জলাঞ্জলি না দেওয়া হয় এ ব্যাপারে প্রশাসনে প্রতি আহবান জানাই।
গতকাল সোমবার (৪ ডিসেম্বর) নরসিংদী-৫ আসনের মনোনয়ন যাচাই শেষে দশজন প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল করেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ আসনে একমাত্র ইসলামী দল হিসাবে ইসলামী ঐক্যজোট প্রার্থী মুফতি আব্দুল কাদের মোল্লা ভোটের মাঠে আ. লীগ মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজুসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে লড়াই করবেন।
মুফতি আব্দুল কাদের মোল্লা বলেন, ভোট কেন্দ্রে ভোটারা আসতে পারলে জয়ের ব্যাপারে আশাবাদী। আমি রায়পুরাবাসীর দোয়া কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য জোটের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল কাদের মোল্লা, রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ, সিনিয়র সহ-সভাপতি সাধন দাস, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক তন্ময় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম, কোষাধ্যক্ষ মো শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, কার্যকরী কমিটির সদস্য আব্দুল কাদির, সদস্য সাদ্দাম উদ্দিনসহ
ইসলামী ঐক্যজোটের দলীয় নেতৃবৃন্দ।
নরসিংদী-৫ সংসদীয় আসনে একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়নে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৫৫ হাজার ২৯৭ জন।