মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাহমুদ হাসান সুমনকে সংবর্ধনা দিয়েছে ঈশ্বরগঞ্জের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। (১৮ জানুয়ারি) বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এমপিকে ফুল দিয়ে বরণ করে নেন মুক্তিযোদ্ধাবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি, সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমানসহ উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।