শিক্ষা বিষয়ক প্রতিবেদক
মো: মিলন হুসাইন
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও মেডিকেলের ভর্তি পরীক্ষার তারিখ জানানো হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসেই ছয়টি বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।
অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কয়েকটির আবেদন শুরু হবে ফেব্রুয়ারিতে। বাকিগুলোর তারিখ ঘোষণা করা হবে শিগগিরই। এবার ঢাকা ও চট্টগ্রামসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে বিভাগীয় শহরে। একটির জেলা শহরেও হবে। বাকিগুলো নেবে নিজ ক্যাম্পাসে।