মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার ইসলামিক ফাউণ্ডেশনের হল রুমে মাসিক সমন্বয় সভায় এসব উপকরণ বিতরণ করা হয়।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সুপারভাইজারদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) প্রতিষ্ঠাতা প্রধান আসাদুজ্জামান সেলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক সিরাজুম মুনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ মো. সুরুজ্জামান, ডিপিএম সাদ আহাম্মদ প্রমুখ।