জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পিপি এডভোকেট পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।
এছাড়াও বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, সদর উপজেলা পরিষদের ভাইস নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সেলিম রেজা প্রমুখ।