২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৭:৩৫| হেমন্তকাল|

মেহেরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, মে ৩১, ২০২৪,
  • 30 Time View

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩১মে ২০২৪) সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার সভাপতিত্বে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অলোক কুমার দাস, এনজিও প্রতিনিধির জন পি বিশ্বাস।

আলোচনা সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ইনজামামুল হক।

এর আগে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মেহেরপুরে একটি র‍্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার নেতৃত্বে র‍্যালিটি মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন,আবীর আনসারী, হাবিবুর রহমান, শেখ তৌহিদুর রহমান, নাসরিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ