মো. আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপনকরা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আজ মঙ্গলবার ২৬শে মার্চ সকালে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রথমে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ পুষ্প মাল অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলের জেলা বিএনপির সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা যুবদলের সহ-সভাপতি এস এ শিল্টু খান, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক খোরশেদ আলম দুখু, জেলা ছাত্র দলের সভাপতি আঁকিত জাবেদ সেনজির, আরো বিএনপির নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পরে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।