নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে ডেকে এনে প্রেমিকের সহযোগিতায় এক কিশোরীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ করেছে চার বন্ধু। এ ঘটনায় ওই ভুক্তভোগী নিজে বাদী হয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে শিবপুর থানায় একটি ধর্ষণের মামলা করেন।
পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মনোহরদী উপজেলার পাঁচকান্দী দক্ষিণপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে প্রেমিক ওয়াসিম (১৯), ফজলুল হকের ছেলে বাবুল (৩৫), আবু বক্কর সিদ্দিকের ছেলে আ: আজিজকে (১৯) আটক করেছে।
মামলার অন্য আসামিরা হলেন, শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মৃত রুপনের ছেলে নিশাদ (২২), বায়েজিদ (২২), মনোহরদী উপজেলার পাঁচকান্দী গ্রামের মোক্তার হোসেন এর ছেলে ইমরান (১৮), সিরাজ উদ্দিনের ছেলে সিদ্দিক (৩২)।
জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর মা-বাবা মারা যাওয়ায় ফুফুর বাড়িতে থাকতেন।
মোবাইল ফোনে ওই কিশোরীর সাথে ওয়াসিমের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত মঙ্গলবার দুপুরে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে ওই কিশোরীকে ডেকে আনে প্রেমিক ওয়াসিম।
পরে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের খালপাড় মিয়ার উদ্দিনের টিলায় নিয়ে যায়। সেখানে দুপুর আড়াইটার দিকে তিনজনে জোড়পূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাতে ওই কিশোরী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।