নিজস্ব প্রতিবেদক :আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সিটি করপোরেশনের আংশিক এলাকা ও গঙ্গাচড়া উপজেলা নিয়ে গঠিত রংপুর ১ আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজুকে প্রার্থী করার দাবি তুলে ও নৌকার পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক ও গনসংযোগ করেছে নেতাকর্মীরা।
শুক্রবার (১২ মে) বিকেলে নগরীর বারো ঘোরিয়া এলাকায় মহানগর কৃষক লীগের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিয়া,৩ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অন্য দিকে নগরীর ৭ নং ওয়ার্ডের হরিরামমাল ফরকানিয়া মাদ্রাসা মাঠে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা সনির নেতৃত্বে উঠান বৈঠক ও গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, রংপুর ১ আসনের উন্নয়নের স্বার্থে এই আসনের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌক মার্কার প্রার্থী করা হলে বিপুল ভোটে এখানে আ’লীগের বিজয় সুনিশ্চিত।