
অবশেষে ফিলিস্তিনিদের উপর ই জ রা ই লের গনহত্যা হয়ত আপাতত বন্ধ হচ্ছে। ৭০ হাজার জীবন আর প্রায় ২ লক্ষ আহতের আর্তনাদের বিনিময়ে।
শুরুটা কেমন ছিল?
৭ অক্টোবর ২০২৩ সালে পৃথিবীকে অবাক করে দিয়ে হামাস ই জ রাই লে এক নজিরবিহীন হামলা চালায়। ১১৯৫ মানুষ মারা যায়। যারা বেশিরভাগ সাধারণ ই জ রা ই লি। আমি অবাক হয়েছিলাম হামাস কিভাবে এই হামলা করলো এত শক্তিশালী গোয়েন্দা জাল ফাকি দিয়ে?
কিভাবে সম্ভব হল ই জ রা য়ে ল কে ফাকি দিয়ে উন্মুক্ত মরুভূমিতে এমন কঠিন হামলার প্রস্তুতি নেওয়ার? নাকি কেউ চেয়েছিল এমন একটা হামলা হোক। এই “কেউ” দুই প্রান্তেই ছিল কি? আজকের ধ্বংসস্তুপ আর পচা-গলা লাশের গন্ধের জন্য কি দুই বছর আগের ওই হামলাটা কোন ভাবে দরকার ছিল?
গত দুই বছরে সেই ৭ অক্টোবরের হামাসের হুংকার কোথায় মিলিয়ে গেল?
আমাদের হাহাকার, গাজাবাসীর আর্তনাদ, বাচ্চাদের ভয়ংকর ছবি কোন কিছুই কি এই গনহত্যা থামাতে পেরেছে? কোন কিছুই কমাতে পারে নাই এই মৃত্যুর মিছিলের দৈর্ঘ্য কিংবা খাবারের তীব্র হাহাকার।
যারা এই যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করেছেন তারাই খেলা আপাতত বন্ধ করেছেন কিন্তু মাঝ থেকে ঝড়ে গেল হাজার হাজার জীবন। বাস্তুচ্যুত হল লাখ লাখ মানুষ।
এই যুদ্ধবাজদের আমরাই কোন না কোন ভাবে টিকিয়ে রেখেছি অর্থ দিয়ে, ছড়ি ঘুরানোর ক্ষমতা দিয়ে অনেক সময় নিজেদের বিকিয়ে দিয়ে।
আমাদের চোখ বন্ধ করিয়ে হাতির কান ধরিয়ে বিশ্বাস করানো হয় হাতি দেখতে কুলার মত।
বাস্তবতা ঠিক এমনই।